খুলনা

আইসিটি প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের হাজিরা বই উদ্ভাবন

By Daily Satkhira

December 29, 2019

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক-শিক্ষার্থীদের দৈনিক হাজিরা আইসিটি প্রযুক্তি উদ্ভাবনে ব্যাপক সাড়া মিলেছে।

বর্তমান সরকারের ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে আইসিটির সর্বোত্তম ব্যবহারের লক্ষে এ হাজিরা বই উদ্ভাবন করা হয়। এখানে উপবৃত্তির তথ্য দিয়ে নির্ভুলভাবে হাজিরা খাতা করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হাজিরা খাতায় যশোর বোর্ড ওয়েব সাইটের আইসিটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন তথ্য সহকারী মো. মিজানুর রহমান।

তিনি জানান, এ প্রযুক্তি ব্যবহারের ফলে আগামীতে সনদপত্রে ভুলের সম্ভাবনা কমে আসবে, একদিকে সময় কমবে। বর্তমানে পৌরসভা সহ এলাকার অনেক স্কুল এ প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।