জাতীয়

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব কায়কাউস

By Daily Satkhira

December 30, 2019

দেশের খবর: প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বদলি করে আদেশ জারি করেছে।

অপর আদেশে চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানকে ৩০ ডিসেম্বর থেকে অবসর দেওয়া হয়েছে। ফলে নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন আহমদ কায়কাউস।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।