রাজনীতি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন ; সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু বহিস্কার

By Daily Satkhira

April 08, 2017

আমির হোসেন খান চৌধুরী : এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বরত শিক্ষককে পরীক্ষার অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনের ইংরেজি ২য় পত্রের পরীক্ষার দিনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সূত্রে জানা যায়, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু আবু তাহের রাজু রোল-নং ৬১৩৩৪৭ ও রেজি. নং- ৯৭১৩২০৩৭৯২, সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. শেখ ফয়সাল আহমেদের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে সিকবেডে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাস ও সেমিনার রুমে পরীক্ষা দিচ্ছিল। সে সকাল ১০টায় প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে কাছে থাকা মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বাহিরে প্রেরণ করে উত্তর সংগ্রহ করে উত্তর লেখা শুরু করে। পরবর্তীতে দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ময়নুল ইসলাম ঐ কেন্দ্রে গিয়ে তাকে হাতে-নাতে ধরে ফেলেন। পরবর্তীতে ওই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। এ সময় সিকবেডে দায়িত্ব পালনরত শিক্ষক আজিম খানকে পেরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। কেন্দ্রের হল সুপার সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক ও কেন্দ্রটির পরীক্ষা কমিটির প্রধান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক স্বপন কুমার ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।