সাতক্ষীরা

নলতায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৬ তম ওরছের পরামর্শ সভা

By daily satkhira

December 30, 2019

তরিকুল ইসলাম লাভলু : বিশষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, সাহিত্যিক, আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৬ তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টা হতে শুরু হয়ে দুপুর দেড়টায় এ পরামর্শ সভা শেষ হয়। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪২৬ এবং ৯,১০,১১ রোজ রবি,সোম ও মঙ্গলবার তিন ব্যাপি বার্ষিক ওরছ শরীফের পরামর্শ সভায় সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা : আ ফ ম রুহুল হক এমপি। মিশন কর্মকর্তা আলহাজ্জ আবুল ফজল শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় আরো উপস্থিত ছিলেন বা বক্তব্য রাখেন পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, সহ-সভাপতি আলহাজ্জ মুনসুর আহমদ ও আলহাজ্জ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. দেলোয়ার হুসেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা আবু সাঈদ রংপুরী, আলহাজ্জ হাফেজ শামছুল হুদা, পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, কর্মকর্তা আমজাদ হোসেন, মো. মালেকুজ্জামান, মো. আনোয়ারুল হক, মো. সাইদুর রহমান শিক্ষক, মো. ইউনুস, একরামুল রেজা, মো. শফিকুল হুদা, মো. শফিকুল আনোয়ার রঞ্জু, রবিউল হক, মো. আজিজুর রহমান, মো. আনারুল ইসলাম, আবু দাউদ, মো. আনিছুজ্জামান খোকন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উজ্জল, অধ্যক্ষ তোফায়েল আহমেদ, অধ্যক্ষ আবুল কালাম,উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদ, উপাধ্যক্ষ আব্দুর রহমান,চেয়ারম্যান মুজিবর রহমান, প্রভাষক ও সংবাদকর্মী মো. মনিরুজ্জামান (মহসিন), সখীপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. আবু তালেব, অধ্যক্ষ শফিউল্লাহ হাবিব, প্রভাষক মো.মনিরুল ইসলাম, মো. আব্দুল মাজেদ, আলহাজ্জ ডা: আকবর হোসেন, গোলাম মুকতাদির সহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা মিশনের সভাপতি, সম্পাদক, কর্মকর্তা, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট প্রায় ৩ হাজার ব্যক্তিবর্গ।