নিজস্ব প্রতিবেদক : নদী ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় জেলা পুরাতন আইনজীবী ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবুল হোসেন খোকন। সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, নদী ও পরিবেশ রক্ষা কমিটির উপদেষ্টা শেখ হারুন উর রশিদ, অধ্যক্ষ শুভাষ সরকার, এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, এড. তামিম আহমেদ সোহাগ, মোঃ আবিদার রহমান, সুধাংশু শেখর সরকার, সহ-সভাপতি আবু সুফিয়ান সজল, শেখ শওকত আলী, শেখ তৌহিদুজ্জামান তোতা, মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, মোঃ আবুল কালাম, ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, সাতক্ষীরা উন্নয়ন যুব সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক শাহজাহান আলী (ছোট বাবু), আক্তারুজ্জামান, রহমত আলী, আদিত্য মল্লিক, মহসিন হাবীব মিন্ট,ু কওছার আলী, ফারুক হোসেন, আব্দুল আলিম, গাউস সরদার ও মুকুল, বাবলু হাসান প্রমূখ। সভায় বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসন, নদী-খাল খনন, পরিবেশ রক্ষা, বেতনা নদীর পাশ দিয়ে অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। সাতক্ষীরার মানুষের জন দূর্ভোগ লাঘবের জন্য প্রাণ সায়র খাল প্রকৃত সিডিউল অনুযায়ী খনন কাজ সম্পন্ন করতে হবে। সড়ক- মহাসড়ক মৎস্য ঘেরের ভেড়ি হিসেবে ব্যবহার করা যাবে না। কাঠ বা টায়ের জ¦ালানী হিসেবে ব্যবহার না করে সরকারী নিয়ম অনুযায়ী হাওয়া ভাটা তৈরী করতে হবে এবং আবাসিক এলাকার মধ্যে ভাটা বন্ধ করতে হবে। স্বাস্থ্য খাতের যে সকল দূর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুনগত মান উন্নতির জন্য প্রতিষ্ঠান কর্তৃক সকল প্রকার দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে। আধুনিক সাতক্ষীরা গড়ার লক্ষে বিশ^বিদ্যালয়, মুন্সিগঞ্জ থেবে বেনাপোল পর্যন্ত ট্রেন লাইন চালু, ভোমরা স্থল বন্দরকে আধুনিকায়ন, বেকারত্ব দূরীকরনের লক্ষে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু করতে হবে। যাতে বহু মানুষের কর্মস্থান সৃষ্টি হয়। বাইপাস সড়ক মেডিকেল সংলগ্ন থেকে বিকল্প আলিপুর চেকপোষ্ট নামক স্থানে সরিয়ে নিতে হবে। বন্যা, টর্নেডো, মহামারী ক্ষয়ক্ষতির জন্য পর্যাটন কেন্দ্র নির্মাণ করতে হবে। সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।