আশাশুনি

সাপমারা খাল খননে গৃহহারাদের পুনর্বাসিত করা হবে: গণশুনানিতে এমপি রুহুল হক

By Daily Satkhira

December 30, 2019

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো : পারুলিয়া সাপমারা খাল পুনঃখননের কাজ পরিদর্শন ও গণশুনানিতে অংশ নিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক। সোমবার বিকাল ৪টায় খাল খনন পরিদর্শন শেষে উপজেলার পারুলিয়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণশুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক গৃহহীনদের পুনর্বাসন করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আমরা কোনভাবেই কাউকে গৃহহীন করতে চাই না। আমরা এ অঞ্চলের নদী-খালগুলোকে খনন করে পানির প্রবাহ ফিরিয়ে আনতে চাই। যাতে করে সাতক্ষীরাকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা যায় এবং ফসল ও মাছ চাষের প্রতিবন্ধকতা দূর করা হয়। তাই জনগণের কল্যাণে দেশের সব জেলাতে নদ-নদী, খাল পুনঃখনন কাজ পরিচালনা করছে। তারই অংশ হিসেবে সাপমারা খাল খনন। এখানে যেসব ভূমিহীন পরিবার তাদের সব কিছু হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে উদ্যোগ নিয়ে পুনর্বাসন কাজ এগিয়ে চলেছে। খালটি খনন কাজে যাতে বিঘ্ন না হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।