কালিগঞ্জ

কালিগঞ্জে জেএসসি ও পিইসি পরীক্ষার ফল প্রকাশ

By daily satkhira

December 31, 2019

কালিগঞ্জ প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় জুনিয়ার স্কুল সাটিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সাটিফিকেট (জেডিসি) প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমপনী (পিইসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জেএসসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিবারের ন্যায় কে,বি আহছানউল্লা জুনিয়ার স্কুল শীর্ষে সহ নলতা মাধ্যমিক বিদ্যালয় ও নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফলা ফলে ভাল অবস্থানে রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে থেকে ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ১৪৭ জন এ প্লাস পেয়েছে। এর মধ্যে জেএসসি পরীক্ষায় নলতা কেবি আহছানউল্লা জুনিয়ার স্কুল থেকে সর্বধিক ৪৫জন এ প্লাস পেয়েছে। ২য় স্থানে নলতা মাধ্যমিক বিদ্যালয় ১৬ এ প্লাস। ৩য় নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৪জন। চতুর্থ সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ১৩জন। এছাড়া রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যালয় ৮জন এ প্লাস। বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয় ৭জন এ প্লাস। ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় ও ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ৬জন এ প্লাস। মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫জন এ প্লাস। চৌমুহুনী মাধ্যমিক বিদ্যালয়, বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪জন এ প্লাস। কৃষান মজদুর ইউনাইটেড, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয় কাঁশিবাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩জন করে এ প্লাস। দক্ষিনশ্রীপুর কেএমএল উচ্চ বিদ্যালয় থেকে ২জন, উজ্জীবনী ইনস্টিটিউট, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়, ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন করে এ প্লাস পেয়েছে। জেডিসি পরীক্ষায় ২৫টি মাদ্রাসার মধ্যে থেকে ৪টি মাদ্রাসার ৬জন এ প্লাস পেয়েছে। এর মধ্যে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ২জন, জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় ১জন, মৌতলা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাস ২জন ও শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসায় ১জন এ প্লাস পেয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) কালিগঞ্জ শিক্ষা অফিসার শামছুন্নাহার জানান, উপজেলায় ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৭৮জন। এর মধ্যে বালক ২৯১জন ও বালিকা ২৮৭জন। নলতা কেবি আহছানউল্লা জুনিয়ার স্কুল সর্বউচ্চ ৬৮জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে। ২য় স্থানে নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩২জন জিপিএ-৫ পেয়েছে। এবং ৩য় অবস্থানে বাগবসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২২জন। অন্যদিকে এবতেদায়ী শিক্ষা সমপনী পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে ১৮জন। এর মধ্যে বালক ১২জন, বালিকা ৬জন।