কালিগঞ্জ

কালিগঞ্জের বালাপোতা বাবার ধামে কাপেটিং রাস্তা উদ্বোধন

By daily satkhira

December 31, 2019

কালিগঞ্জ প্রতিনিধি॥ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপ আমাদের ভবিষ্যৎ, সেই রূপ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। নদীর তলা দিয়ে সড়ক, উড়াল সড়ক, পাতাল রেল থেকে শুরু করে অনেক কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি বড় বড় হাসপাতাল নির্মাণ করে বিশ্ব মানের সেবার দার উন্মোচন করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে ১০০% কাপেটিং রাস্তার কাজ করা হবে। কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলের বালাপোতা বাবার ধাম পর্যন্ত নবনির্মিত রাস্তার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন তিনি। মঙ্গলবার সকালে ইউনিয়ন আ‘লীগের ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, কালিগঞ্জ এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী শামসুল আলম শামীম, আশাশুনি উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক শম্ভুজীত মন্ডল, নলতা ইউনিয়ন আ‘লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, চাম্পাফুল ইউনিয়ন আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য ঠাকুর দাস সরকার, ইউপি সদস্য সাইদুজ্জামান খান সাইলু। পরে প্রধান অতিথি রাস্তার ফলক উন্মোচন করেন। খোজ নিয়ে জানাযায়, দুই কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মান কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা।