আশাশুনি

আশাশুনিতে কালভার্টের করুন অবস্থা ॥ কয়েক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

By daily satkhira

April 08, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুলতিয়ার মোড় এলাকায় পানি নিষ্কাশনের কালভার্টের করুন অবস্থার উন্নয়নে উদ্যোগ না নেওয়ায় এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানাগেছে, কুলতিয়া মোড়ে পানি নিষ্কাশনের জন্য বৃটিশ আমলে একটি কালভার্ট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যার এক মুখ অর্ধেক মাটি ভরাট ও অন্য মুখ পুরোপুরি ভাবে মাটি ভরাট হয়ে গেছে। যার কারণে গত বছর বর্ষার মৌসুমে পানি বন্দি হয়ে প্লাবিত হয়ে ছিল, কুলতিয়ার মোড় এলাকা, মাঠ পাড়া ও সদরের কুলতিয়া গ্রামের হাজারও পরিবার। এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা হিসাবে পুরাতন কালভার্টের মধ্য দিয়ে অতি কষ্টে একটি পাইপ স্থাপন করে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অতি নগন্য। কুল্যা গ্রামের বাসিন্দা হেকমত আলী, রবিউল ইসলাম ও সদরের পবিত্র ঘোষ বলেন, তৎকালিন সময়ে পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট নির্মানের সময় ঠিকাদাররা এ কালভার্টটি নির্মাণ না করে এভাবেই ফেলে রাখে। ফলে প্রতি বছর প্লাবিত হয় এএলাকা। এব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোন সুফল মেলেনি বলে জানান এলাকাবাসী। প্লাবনের হাত থেকে রক্ষা পেতে পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন ঢালাইয়ের কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।