শিক্ষা

জেএসসিতে খুলনা বিভাগে সাতক্ষীরা শীর্ষে

By daily satkhira

December 31, 2019

নিজস্ব প্রতিনিধি : জেএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলা যশোর শিক্ষা বোর্ডে প্রথম স্থান লাভ করেছেন। দ্বিতীয় স্থানে আছে খুলনা আর যশোর আছে তৃতীয় স্থানে জেলায় পাশের হার ৯৪.৫০ ভাগ। জেলার ২৬ হাজার ২২৬ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২৪ হাজার ২২৮ জন। জেলায় ছেলেদের চেয়ে পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। জেএসপি পরীক্ষায় ১২ হাজার ৫৫৬ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ১১ হাজার ৫৪৬ জন। আর ১৩ হাজার ৬৭০ জন ছাত্রী অংশ গ্রহণ করে পাশ করেছে ১২ হাজার ৬৮২ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়। সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ বারের জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩১ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৩০ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১শ ৪১ জন, এ গ্রেড পেয়েছে ৭৪ জন, এ মাইনাস পেয়েছে ৮ জন, বি গ্রেড পেয়েছে ২ জন, সি গ্রেড পেয়েছে ৩ জন, ডি গ্রেড পেয়েছে ২ জন। অনুপস্থিত ১জন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২৫৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ‘এ প্লাস পেয়েছে ১১৭ জন, এ গ্রেড পেয়েছে ১০০ জন, এ মাইনাস পেয়েছে ১৭ জন, বি গ্রেড পেয়েছে ১১ জন, সি গ্রেড পেয়েছে ৮জন, ডি গ্রেড পেয়েছে ১ জন। পিএন বহুমুখি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৪ জন, এ মাইনাস পেয়েছে ২২ জন, বি গ্রেড পেয়েছে ১০ জন, সি গ্রেড পেয়েছে ২১ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪ জন। কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৬ জন, এ গ্রেড পেয়েছে ৫৫ জন, এ মাইনাস পেয়েছে ৫১ জন, বি গ্রেড পেয়েছে ২৭ জন, সি গ্রেড পেয়েছে ৩২ জন। অকৃতকার্য হয়েছে ৫জন। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৭ জন, এ মাইনাস পেয়েছে ৪ জন, বি গ্রেড পেয়েছে ৭ জন, সি গ্রেড পেয়েছে ১১জন, ডি গ্রেড পেয়েছে ২ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১১ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৯ জন, এ গ্রেড পেয়েছে ৫২ জন, এ মাইনাস পেয়েছে ৪৮ জন, বি গ্রেড পেয়েছে ৪৬ জন, সি গ্রেড পেয়েছে ৪৪ জন, ডি গ্রেড পেয়েছে ২ জন। অকৃতকার্য হয়েছে ১০ জন। পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৯জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৫ জন। এ গ্রেড পেয়েছে ২৪ জন, এ মাইনাস পেয়েছে ১৯ জন, বি গ্রেড পেয়েছে ৯ জন, সি গ্রেড পেয়েছে ১১ জন, ডি গ্রেড পেয়েছে ১ জন। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ১৯ জন, এ মাইনাস পেয়েছে ১৯ জন, বি গ্রেড পেয়েছে ১১ জন, সি গ্রেড পেয়েছে ৬ জন। অকৃতকার্য হয়েছে ১ জন। মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৫ জন, এ মাইনাস পেয়েছে ১৬ জন, বি গ্রেড পেয়েছে ২৬ জন, সি গ্রেড পেয়েছে ১৫ জন, ডি গ্রেড পেয়েছে ২ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। চেউটিয়া এজে এস দাখিল মাদ্রাসায় জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ২ জন, এ গ্রেড পেয়েছে ২৪ জন এবং এ মাইনাস পেয়েছে ১০ জন, বি গ্রেড পেয়েছে ৩ জন ও সি গ্রেড ২ জন। খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৮ জন, এ মাইনাস পেয়েছে ১৫ জন, বি গ্রেড পেয়েছে ১৫ জন, সি গ্রেড ১২ জন, ডি গ্রেড পেয়েছে ৫ জন। অকৃতকার্য হয়েছে ১ জন। ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৩ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১২ জন, এ গ্রেড পেয়েছে ৬০ জন, এ মাইনাস পেয়েছে ২৮ জন, বি গ্রেড পেয়েছে ৬ জন, সি গ্রেড পেয়েছে ৬ জন। অকৃতকার্য হয়েছে ১ জন। রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৯ জন, এ মাইনাস পেয়েছে ১৮ জন, বি গ্রেড পেয়েছে ২৯ জন, সি গ্রেড পেয়েছে ১৬ জন, ডি গ্রেড পেয়েছে ৩ জন। অকৃতকার্য হয়েছে ৪ জন। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ১৯ জন, এ মাইনাস পেয়েছে ১৪ জন, বি গ্রেড পেয়েছে ৯ জন, সি গ্রেড পেয়েছে ৫ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৩ জন, এ গ্রেড পেয়েছে ২৪ জন, এ মাইনাস পেয়েছে ১০ জন, বি গ্রেড পেয়েছে ১৮ জন, সি গ্রেড পেয়েছে ৫ জন। সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় এ প্লাস ৬ জন, এ গ্রেড পেয়েছে ৪০ জন, এ মাইনাস পেয়েছে ৩২ জন, বি গ্রেড পেয়েছে ৩০ জন, সি গ্রেড পেয়েছে ২৩ জন এবং ডি গ্রেড পেয়েছে ১ জন। নবজীবন ইনষ্টিটিউটে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ জন। এর মধ্যে এ প্লাস ৪ জন, এ গ্রেড পেয়েছে ২৬ জন, এ মাইনাস পেয়েছে ১৩ জন , বি গ্রেড পেয়েছে ১৪ জন, সি গ্রেড পেয়েছে ৮জন এবং ডি গ্রেড পেয়েছে ১ জন। অন্যদিকে, পিএসসি পরীক্ষায়ও সাতক্ষীরা সদর উপজেলায় এ প্লাস পেয়েছে ২০৮ জন এবং এ গ্রেড পেয়েছে ১৬৩ জন।