কলারোয়া

কলারোয়ার বহুড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By Daily Satkhira

April 09, 2017

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার দক্ষিণ বহুড়া গ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কেরালকাতা ইউপির প্রাক্তন চেয়ারম্যান আমজাদ হোসেন স্মৃতি সংসদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, মুুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আঞ্চলিক যুদ্ধপরাধী নির্মূল কমিটি কেন্দ্রীয় পরিষদের আহবায়ক কামরুজ্জামান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। কলারোয়া সরকারি কলেজের সাবেক প্রো-ভিপি মাস্টার হাসান শাহরিয়ার সুমনের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, ওসমান গনি, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আয়ুব দফাদার, মফিজ উদ্দিন নান্টু, যুবলীগ নেতা আমিরুল ইসলাম পলাশ, শামিম হোসেন, আমজাদ হোসেন স্মৃতি সংসদের সভাপতি মেহেদী হাসান মুক্তি, ছাত্রলীগ নেতা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- এই গ্রাম আমার মাটি, এই গ্রামে আমার জন্ম। এই গ্রামের সুনাম কেউ নষ্ট করলে আমি বরদাস্ত করবো না। তিনি বলেন- আমাদের সন্তানদেরকে মাদক সেবন থেকে দূরে রাখতে হবে। ছেলে মেয়েদের সাথে সময় দিতে হবে যেন তারা বিপথে চলে না যায়। সবাই মিলে একটি সুখি, সমৃদ্ধি ইউনিয়ন গড়ে তুলি। যেখানে থাকবেনা কোন সন্ত্রাস আর মাদকের ভয়াবহ ছোবল। আলোচনা সভা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।