জাতীয়

সীমান্তে ফের চালু মোবাইলফোনের নেটওয়ার্ক

By Daily Satkhira

January 01, 2020

দেশের খবর: দেশের সীমান্ত এলাকার এক কিলোমিটারের মধ্যে মোবাইলফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার (১ জানুয়ারি) বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, বুধবার সকালে বিটিআরসি দেশের মোবাইলফোন অপারেটরগুলোকে ইমেইলের মাধ্যমে সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি জানায়। এর ফলে বাংলাদেশের সীমান্ত এলাকায় আবারও মোবইল নেটওয়ার্ক চালু হলো।

এর আগে ২৯ ডিসেম্বর, রবিবার রাতে দেশের স্বার্থে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ১ কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনার ফলে সীমান্তবর্তী এলাকার বড় অংশের মোবাইল ব্যবহারকারীরা ইন্টারনেট, ভয়েস ও অন্যান্য সেবা থেকে বঞ্চিত হন।

প্রসঙ্গত, দেশের সীমান্ত এলাকার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার। এরমধ্যে রয়েছে ৩২টি জেলার যোগ।