খুলনা

পাইকগাছায় বই উৎসব

By Daily Satkhira

January 01, 2020

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আনুষ্ঠানিকভাবে বই উৎসব পালিত হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলে চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন, অভিভাবক সহ শিক্ষক বৃন্দ। একই সাথে উপজেলার পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক বই উৎসব উদ্বোধন করেন। ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামানের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন, আজিজুল হক সানা। অনুরূপভাবে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ে ৩ লাখ ৬০ হাজার বই, প্রাথমিক পর্যায়ে ১৯৫টি বিদ্যালয়ে ২৭ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে ১ লাখ ১০ হাজার বই বিতরণ করা হয়েছে।