সাতক্ষীরা

যশোর বোর্ডে মানবিক বিভাগে পঞ্চম সাতক্ষীরার আবু রায়হান

By daily satkhira

January 01, 2020

ডেস্ক রিপোর্ট: যশোর বোর্ডে মানবিক বিভাগে পঞ্চম সাতক্ষীরার আবু রায়হান । যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত মেধা বৃত্তির তালিকা থেকে এ তথ্য জানা যায়। রায়হান সাতক্ষীরা আশাশুনি থানার বুধহাটা ইউনিয়নের আব্দুল হান্নান গাজী ও রুবিনা ইয়াসমিনের ছেলে। তার আনুষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় মধ্যম চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০১১ সালে জিপিএ ৪.৮৩ পেয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উর্ওীর্ণ হয়। ২০১৪ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) বুধহাটা বি.বি.এম. কলেজিয়েট স্কুল থেকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়। একই প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালে বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৮২ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস করে। মাধ্যমিক পর্যন্ত নিজের গ্রামেই পড়ালেখা করে উচ্চ মাধ্যমিকে ক্যান্টনমেন্ট কলেজ যশোরে মানবিক বিভাগে ভর্তি হয় রায়হান।

এই সাফল্যের রহস্য জানতে চাইলে রায়হান বলেন,আল্লাহ’র অশেষ রহমত ছাড়া কিছুই সম্ভব ছিলো না। আমার মায়ের দোয়া আমার সাথে ছিলো। আমার শিক্ষকদের আন্তরিকতা আমার পথচলা সুগম করেছে। রায়হান ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আমি একজন ম্যাজিস্ট্রেট হতে চাই। দেশের সেবা করতে চাই। আমি সবার কাছে দোয়া চাই। রায়হানের ব্যাপারে কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক নাজমুল হুদা বলেন, রায়হানের যোগ্যতা ও দক্ষতার ব্যাপারে আমার পুরোপুরি ভরসা ছিলো সবসময়। ও সব সময় শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। তার সাফল্যে আমরা গর্বিত।