কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ও উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০ টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষ্যে একটি র্যালী পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর জি.এম লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা সাবুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভায় বক্তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবামূলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী পরবর্তী পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।