শ্যামনগর প্রতিনিধি: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডশেন (এনজিএফ) এর সহযোগিতায় কৈশোর র্কমসূচীর আওতায় চলতি বছরে নওয়াবেঁকী হাইস্কুলের সামনে বিভিন্ন বয়সের কৈশোরদের একটি কৈশোর ক্লাব গঠন করে কর্ণার স্থাপন করা হয়। র্কমসূচির আওতায় ৬টি কৈশোর এবং ১৩টি কৈশোরী ক্লাব গঠন করা হয়েছে। ক্লাবগুলো কার্যতঃ তৃণমূল পর্যায়ে ব্যক্তি, পরিবার ও সমাজে কাংখিত মূল্যবোধের উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত কর্মকান্ডের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজে দৃশ্যমান অবদান রাখবে। এরই ধারাবাহকিতায় নওয়াবেঁকী কৈশোর ক্লাব গরীব দুঃস্থ শীতার্ত মানুষের সাহায্যার্থে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় গেটে “সহযোগিতা ও সহমর্মিতার কর্ণার” গড়ে তুলছেনে। কর্ণারের একপাশের ফেষ্টুনে শোভা পাচ্ছে আপনি আপনার বাড়ীর অপ্রয়োজনীয় দ্রবাদি রেখে যান, যা কোন না কোন মানুষের কাজে আসবে। কৈশোর ক্লাবের সদস্যরা বলেন, প্রতিদিন এলাকার মানুষেরা এখানে বিভিন্ন ধরনের দ্রব্যাদি দিয়ে যাচ্ছেন, সকল বয়সের মানুষের কাপড়-সুয়েটার, জ্যাকেট, প্যান্ট, শার্ট, জামা, গেঞ্জী, পান্জাবী/পায়জামা/চাদরসহ জুতা ও জমা দিচ্ছেন। ২ জানুয়ারী সকাল ১০টায় কৈশোর ক্লাবের উদ্যোগটি পরিদর্শন করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, এনজিএফ এর র্কমর্কতা আলমগীর কবীর, সাংবাদিক মোস্তফা কামাল সহ প্রকল্পটির সংশ্লিষ্ট র্কমর্কতাবৃন্দ।