জাতীয়

প্রধানমন্ত্রীর আশ্বাসে পাটকল শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার

By Daily Satkhira

January 03, 2020

দেশের খবর: বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি বোর্ড বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা আমরণ অনশনসহ অন্যান্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন। বৃহস্পতিবার রাতে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে পাটকল শ্রমিকদের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, পে-স্লিপ পাওয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। যদি পে-স্লিপ না পাই, তাহলে ১৭ তারিখ থেকে আবারও কর্মসূচি চলবে। পাটমন্ত্রী আমাদের জানিয়েছেন ১৬ জানুয়ারি থেকে জাতীয় মজুরি স্কেল ২০১৫ কার্যকর হবে। এর আগে আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বৃহস্পতিবার রাতে পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ২০১৫ সালের জুলাই থেকে বকেয়া বেতন ভাতাসহ পাটকল শ্রমিকদের মজুরি দেয়া হবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও দুই মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। অপরদিকে পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ সংগঠনের প্রায় ৫০ জন অংশ নেন। প্রসঙ্গত, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সারা দেশে গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিল, ধর্মঘট ও অনশন করে আসছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।