নিজস্ব প্রতিবেদক: মুজিব বর্ষে লিগ্যাল এইড এর প্রচারণাকে আন্দোলনে পরিণত করার ঘোষণা দিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। আগের দিনের ঝিরিঝিরি বৃষ্টি, রোদহীন মেঘলা আকাশ, তীব্র শীতের জবুথবু প্রকৃতি সব কিছুকেই উপেক্ষা করে সাধারণ জনগণের বিচারে প্রবেশাধিকার নিশ্চিতকল্পে আবারও প্রত্যন্ত অঞ্চলে যেয়ে লিগ্যাল এইড এর কর্মশালা করলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড এর চেয়ারম্যান শেখ মফিজুর রহমান। নানাদিক থেকেই ২০২০ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে চলছে মুজিব বর্ষ উদযাপনের তুমুল প্রস্তুতি। এমনি সময়ে সাতক্ষীরা বিচার বিভাগ ঘোষণা করলো সকল মানুষের বিচারে প্রবেশাধিকারের ভিন্ন এক আন্দোলন। আর এর প্রবক্তা হলেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ। শনিবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় এই আন্দোলনের ঘোষণা করেন। পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি, দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা থানার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি, এপিপি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রমুখ। প্রধান অতিথি উন্মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন যেখানে উপস্থিত আপামর জনসাধারণের প্রশ্ন করার অবাধ স্বাধীনতা ছিল এবং প্রধান অতিথি তৎক্ষণাৎ উত্থাপিত প্রশ্নের উত্তর প্রদান করেন। কর্মশালায় লিগ্যাল এইড আইনের বিষয়ে সাধারণ আলোচনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার এবং প্রায় আড়াই ঘন্টার অধিক সময়ব্যাপী চলা কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার। নানা রকম ভয়, সংশয় নিয়ে পথ চলি আমরা, এই ভয় বা সংশয় অনেক সময় ব্যাহত করে চলার গতি কিন্তু মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড সাতক্ষীরার চলার গতি কিছুতেই ব্যাহত হবে না – তারই একটি বার্তা ছিল যেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে চলা আজকের কর্মশালাটি।