কালিগঞ্জ

কালিগঞ্জে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

By daily satkhira

January 04, 2020

কালিগঞ্জ প্রতিনিধি: কেক-কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে কালিগঞ্জে ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নূর আহমেদ রনির সভাপতিত্বে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় বক্তারা বলেন, ছাত্রলীগ একটি আদর্শের সংগঠন। কথায় কথায় যাকে তাকে নেতা বলা যাবেনা। নেতা তাকেই বলা যাবে যার মধ্যে অনেক মানুষের প্রতিচ্ছবি থাকে। সামনে বঙ্গবন্ধুর জম্ম শতবার্যিকী আমাদের কে জাতির পিতার আদর্শ সকলের মাঝে তুলে ধরতে হবে। বিগত ৮ বছর যাবৎ কলেজ ছাত্রলীগের নামে কালিগঞ্জ কলেজে নৈরাজ্য চলছে। ছাত্রলীগের কর্মীরা ফরম ফিলাপের কথা বলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে, এটা ন্যক্কারজনক ঘটনা। রাজনীতির আদর্শ গড়ার একমাত্র প্রতিষ্ঠান হলো ছাত্রলীগের সংগঠন। ছাত্রলীগ করতে টাকা লাগেনা, তবে ছাত্রলীগ মানে টাকা ইনকামের জায়গা না। ছাত্রলীগের কর্মীদের মানুষের কল্যানে কাজ করতে হবে। গত ২৯ ডিসেম্বর পানির প্লান উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আ‘লীগের সহ-সভাপতির উপজেলা চেয়াম্যানের দেওয়া বক্তব্য বিকৃত করে একটি কুচক্রি মহল সোসাল মিডিয়ায় ছড়ানোসহ বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা আ‘লীগের সিনিয়ার যুগ্ম সম্পাদক ডিএম, সিরাজুল ইসলাম, আ‘লীগ নেতা হাবিব ফেরদাউস শিমুল, যুব মহিলা লীগের সভাপতি ফতেমা ইসলাম রিক্তা, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন, সুলতানুল আহমেদ অপু প্রমুখ।