আন্তর্জাতিক

রকেট হামলায় কেঁপে উঠলো বাগদাদের মার্কিন দূতাবাস

By Daily Satkhira

January 05, 2020

বিদেশের খবর: ইরাকের বাগদাদে সরকারি দপ্তর ও বিদেশি দূতাবাস এলাকা গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে শনিবার কয়েক দফা রকেট হামলার ঘটনা ঘটেছে। তাছাড়া মার্কিন সেনা অবস্থান নেওয়া জাদ্রিয়া এলাকা ও বালাদ বিমান ঘাটিও রকেট হামলার শিকার হয়েছে। হামলার ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী। খবর রয়টার্স’র

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং এতে পাঁচজন আহত হয়েছেন। বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিসহ ১০ জন নিহত হওয়ার পরদিন এই হামলা হল। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।