কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় মুজিববর্ষে ক্ষন গননা পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর জি.এম লোকমান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা মন্ডল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ আলী, আইডিয়ালের সমন্বয়কারী ডাঃ নজরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, শিক্ষক ও সাংবাদিক আবু তালেব, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। সভায় মুজিববর্ষ পালনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।