নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে সদর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৫ জানুয়ারী) সকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সংবর্ধনা প্রদান করা হয়। সদর উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধূরীর সভাপতিত্বে অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা সহ ক্রেস্ট তুলে দেন। মোস্তাফিজুর রহমানের বাড়ি মেহেরপুর জেলার গাংনী গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমানের পুত্র। সংবর্ধনা শেষে এক প্রতিক্রিয়ায় সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার ফলে আমার এ অর্জন। সবারই কর্ম দক্ষতায় শ্রেষ্ঠত্ব প্রমানের সুযোগ রয়েছে। মনযোগ, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে যে কেউ তার লক্ষ্যে পৌছাতে পারে। সবশেষে তিনি ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ কথা উল্লেখ করে বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দুর্নীতি মুক্ত থেকে সাধারন মানুষের সাথে মিলে মিশে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের মধ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গ্রহনযোগ্যতা আনলেই ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ কথাটির সার্থকতা আসবে। পুলিশ বিভাগ যেভাবে কাজ করছে এটার বাস্তবায়ন হবে দ্রুততার সাথে তাতে কোন সন্দেহের অবকাশ নেই। সবশেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, গত ১৬/০৭/২০১৮ তারিখে মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এরপর তিনি এক টানা ১৬ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।এর আগে তিনি ডিবি, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগর থানায় কর্মকাল অতিবাহিত করেছেন। মোস্তাফিজুর রহমান ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস, আই পদে যোগ দেন। ২০১২ সলে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন।