দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা হামিদা পারভিনের বিরুদ্ধে জেলা পরিষদের বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দিয়েছেন উপজেলার ছুটিপুর নাংলা ঋঝিপাড়া কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতিসহ সকল সদস্যবৃন্দরা। অভিযোগ মতে জানা গেছে, জেলা পরিষদ থেকে ছুটিপুর নাংলা ঋঝিপাড়া কালি মন্দিরের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। উক্ত প্রকল্পের টাকা ইউপি সদস্যা হামিদা পারভীন ভূয়া একাউন্টের মাধ্যমে উক্ত প্রকল্পের অর্ধেক টাকা উত্তোলন করে মাত্র ১৮ হাজার টাকা কমিটির নিকট প্রদান করেছেন। আর বাকী টাকা হামিদা পারভীন আত্মসাৎ করেছেন। মন্দির কমিটির নেতৃবৃন্দ তার কাছে টাকা চাইলে তিনি বিভিন্ন রকম তালবাহান করছেন বলে তারা অভিযোগে উল্লেখ করেছেন। তারা যাতে টাকা ফেরত পেতে পারেন এবং অবশিষ্ট টাকা উত্তোলন করে মন্দিরের কাজ সম্পাদন করতে পারেন সেজন্য দৃষ্টি কামনা করেছেন।