সাতক্ষীরা

কিডনি প্রতিস্থাপন করা হবে আসমার শরীরে ॥ হাত বাড়ালেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ

By daily satkhira

January 06, 2020

নিজস্ব প্রতিনিধি : মায়ের দেওয়া কিডনি প্রতিস্থাপন করা হবে শ্যামনগর উপজেলার আবাদচন্ডীপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লার মেয়ে নবম শ্রেণির ছাত্রী আসমার শরীরে। আর এই কিডনি প্রতিস্থাপনে ফের সহায়তার হাত বাড়ালেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা পরিষদ ও নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একজন ধর্ণাঢ্য ব্যক্তি। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আসমার পরিবারের সদস্যদের হাতে সম্মিলিতভাবে ৭০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এর আগে গত ৮ ডিসেম্বর জেলা প্রশাসক তার সুচিকিৎসার জন্য ২০ হাজার টাকা প্রদান করেছিলেন। প্রসঙ্গত, আসমার দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তার ডায়ালাইসিস চলছে। মায়ের দেওয়া কিডনি তার শরীরে প্রতিস্থাপন করা হবে। এদিকে, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শহরতলীর বকচরার শাজাহান আলীর মেয়ে ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নুহা ইয়াসমিনের চোখের সুচিকিৎসার জন্য সোমবার তার পরিবারের সদস্যদের কাছে ৮ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন। #