সাতক্ষীরা

সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ উপলক্ষে প্রস্তুতি সভা

By daily satkhira

January 06, 2020

প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ এ অংশগ্রহণ ও সাতক্ষীরা ভেন্যুর খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সভায় জাকজমকপূর্ণ পরিবেশে সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ আয়োজনে পাঁচটি উপকমিটি গঠন করা হয়। কমিটিগুলো হলো- জেলা দল গঠন উপ-কমিটি, মাঠ সাজসজ্জা ও প্রস্তুত উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি ও লিয়াজো উপ-কমিটি। সভায় জানানো হয়, ১৭ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারির মধ্যে সাতক্ষীরা ভেন্যুর খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে দেশের ৬৪টি জেলা, সার্ভিসেস দল, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিশ^বিদ্যালয় দল ও শিক্ষা বোর্ডসমূহ অংশ নেবে। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ আকর্ষণীয় করতে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু খেলার প্রাণ হলো দর্শক। সাতক্ষীরার মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী। তাই সকলকে মাঠে এসে খেলা উপভোগ করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পী, জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান বাবুসহ ডিএফএ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। #