সাতক্ষীরা

মুজিব বর্ষে তালা উপজেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ও কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখার প্রস্তুতি সভা

By daily satkhira

January 06, 2020

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন লক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঘোষিত ৪৫৮ দিনের কর্মসূচির ষষ্ঠদিনে তালা উপজেলা শাখা এবং সাতক্ষীরা জেলা কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখার উদ্যোগে গত ৬ জানুয়ারী-২০২০ সোমবার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ তালা উপজেলা শাখার সভাপতি সরদার হামিদুজ্জামান সুজনের সভাপতিত্বে সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক আহসান হাবিব, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী আইন সম্পাদক সম্পাদক আনারুল ইসলাম, পাটকেলঘাটা বনিক সমিতির নেতা তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্নসাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পলাশ খান, দপ্তর সম্পাদক প্রমুখ। এদিকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি শংকার মিস্ত্রির সভাপতি ত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাভলু, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজ হাসান, সহ-দপ্তর সম্পাদক দেবাশিষ সরকার, নির্বাহী সদস্য ডাঃ শহিদুল চৌধুরী। বক্তব্য রাখেন কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক ব্রজেন মিস্ত্রি, যুগ্নসাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ-সাংগঠনিক সত্যবান সরকার, ভুমি সম্পাদক নিরাপদ সরকার, ধর্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, কৃষি ও সমবায় সম্পাদক শফিকুল, মহিলা সম্পাদক মনিকা রানী, সমাজ কল্যান সম্পাদক সালেহা খাতুন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রাজ্যেশ্বরী সরকার প্রমুখ। সভায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কর্তৃক ঘোষিত মুজিব বর্ষ উদযাপনে ১লা জানুয়ারী ২০২০ হতে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত ৪৫৮ দিনের কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সকলেই অঙ্গিকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি