কালিগঞ্জ

কালিগঞ্জে মুজিববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

By daily satkhira

January 06, 2020

কালিগঞ্জ প্রতিনিধি॥ স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মশত বার্ষিকী উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে কালিগঞ্জ উপজেলা প্রশাসন। ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কালকে “মুজিববর্ষ” ঘোষনা করা হয়েছে। আগামি ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি কাউনডাউন বা ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করবেন। সারা বছর ব্যাপি মুজিববর্ষের বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলায় মুজিববর্ষে ক্ষণগণনা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান মালার প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং, সকাল ১০টা ২০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে সমবেত কণ্ঠে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, সকাল সাড়ে ১০টায় ক্ষণগণনার উদ্বোধন, বর্ণাঢ্য মুজিব র‌্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা, বিকেল উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ব্যাপি ক্ষণগণনা বা কাউন-ডাউন কার্যক্রম সম্প্রচার।