সাতক্ষীরা

বিকাশের ২৬ লক্ষ টাকা ছিনতাইয়ের রহস্য উৎঘাটন করে আইজিপি পদক পেলেন সাতক্ষীরা অতি:পুলিশ সুপার ইলতুৎমিশ

By daily satkhira

January 07, 2020

অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় বিকাশের ২৬ লক্ষ টাকা ছিনতাইয়ের রহস্য উৎঘাটন করে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি পদকে ভূষিত হলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশকে মেডেল পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি এ সন্মাননা পায়েছেন।। উল্লেখ্য সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ সম্প্রতি (২০১৯ সালে) সাতক্ষীরার দুটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উৎঘাটন করে প্রশংসা অর্জন করেছেন। এর একটি হলো পাটকেলঘাটায় শিশু শাহীনের ভ্যান ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা এবং অপর টি কালিগঞ্জের বিকাশে ছিনতাই হওয়ার ঘটনার রহস্য উদঘাটন করে মুল মাস্টার মাইন্ডকে ঢাকা থেকে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।