তালা

তালায় ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী

By daily satkhira

January 07, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) আগামী ১১ জানুয়ারী শনিবার উদযাপন করা হবে। এউপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে’র আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রাজিব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,তালা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল। উপজেলা জেলা স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, তালা কমপ্লেক্য্রে’র প্রধান সহকারী হাফিজুর রহমান,ইমাম সমিতির সভাপতি মাও. তাওহিদুর রহমান প্রমুখ। আগামী ১১ জানুয়ারী শনিবার তালা উপজেলায় ২৮৯টি কেন্দ্র থেকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর ৩৬৪৫২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।