কলারোয়া

কলারোয়ায় ইউপি সদস্য জিয়াউলকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

By daily satkhira

January 07, 2020

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কলারোয়ায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কেরালকাতা ইউপি সদস্য জিয়াউর রহমানকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার দরবাসা গ্রামের মৃত রমজান আরীর ছেলে জিয়াউর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একজন নির্বাচিত ইউপি সদস্য। আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমার এ বিজয় মেনে নিতে না পেরে আমাকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে হেয় করতে নানা ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে গত ৩ জানুয়ারী শুক্রবার জুম্মার নামাজের পর কমিটি গঠন নিয়ে দরবাসা গ্রামের দরবাসা পশ্চিমপাড়া জামে মসজিদে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় কয়েকজন আহতও হন। এবিষয়ে আমি কিছুই জানি না। এমন কি এ ঘটনার সময় আমি সেখানে উপস্থিতও ছিলাম না। শুধু তাই নয় আমি ওই মসজিদে কখনো জুম্মার আদায়ও করতে যায় না। ওইদিন আমি আমার বাড়িরপাশের মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে জানতে পারি দরবাসা পশ্চিমপাড়া জামে মসজিদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অথচ এ বিষয়টিকে পুজিঁ করে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম তার সহযোগী আবুল হোসেনকে ব্যবহার করে বিভিন্ন পত্র-পত্রিকায় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হয়রানির চেষ্টা চালিয়েছে। এছাড়া তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, শহীদুল ও তার সহযোগিরা নির্বাচনে পরাজয়ের গ্লানি মেনে নিতে না পেরে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে মান সম্মান ক্ষুন্ন করার জন্য এধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যে ঘটনা আমি জানি না বা ঘটনাস্থলেও ছিলাম না, অথচ ওই কুচক্রী শহীদুল ও তার সহযোগীরা সেই ঘটনার সাথে আমাকে জড়িয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছেন এবং একের পর এক আমাকে বিভিন্নভাবে হয়রানি ও মিথ্যা মামলায় জড়িয়ে তাদের অসৎ উদ্দেশ্যে সফলের পায়তারা চালাচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি (জিয়ারউর) এ সময় কুচক্রী শহীদুল ও তার সহযোগীসহ তার বিরুদ্ধে যারা মিথ্যা ষড়যন্ত্রের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##