সাতক্ষীরা

ভূয়া মালিক সাজিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ জামাতের আলু মহসীনের বিরুদ্ধে

By Daily Satkhira

April 10, 2017

নিজস্ব প্রতিবেদক : ভূয়া জমির মালিক সাজিয়ে নিজ কর্মচারীর জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জামায়াতের অর্থদাতা শেখ মহসীনের বিরুদ্ধে। সে সুলতান বড়বাজারে আলু ব্যবসায়ী হওয়ায় জেলায় আলু মহসীন হিসাবেও পরিচিত। এঘটনায় ভুক্তভোগী প্রকৃত জমির মালিক সদর সাব রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছেন। সূত্র জানায়, দহাকুলা মৌজায় জে এল নং- ৯৭ নং খতিয়ান, খতিয়ান নং- এস এ ৭৭৭ নং খতিয়ান খারিজ হতে ৭৭৭/৩/১ নং খতিয়ান, বর্তমান জরিপে ডি.পি- ৩৯৫, নং খতিয়ানে। দাগ নং- সাবেক ২৯৫৮ দাগের হাল ১২৪২ দাগে বাস্ত ৩৬ শতকের মধ্যে ০৫ শতক এর মূল মালিক শহরের বাগানবাড়ী এলাকার আব্দুল মুজিদ সরদারের ছেলে মহাসিন রেজা। গত ১৩/৩/১৬ তারিখে ৫ শতক জমি বড় বাজার আলু মহসীন অন্য এক ব্যক্তিকে ওই সম্পত্তির ভূয়া মালিক সাজিয়ে রেজিস্ট্রি করে নেয়। অথচ ওই সময়ে জমির প্রকৃত মালিক বিদেশে ছিলেন। এবিষয়ে আলু মহসীন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার মোবাইল রিসিভ করে তিনি দেশে নেই বলে জানান জনৈক ব্যক্তি। এদিকে দলিল লেখক মজনুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দলিল কখনো জাল হয় না। আর আপনি যে অভিযোগ করেছেন তাতে আমার কিছু বলার নেই। আপনি নিউজ করেন।