নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের আলমগীর হোসেন আলো হত্যার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়্জেন করেন, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের নিহত আলমগীর হোসেন আলোর বৃদ্ধা মা খাদিজা বেগম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ছেলে আলোকে গত ৩০/০৭/২০১৯ ইং তারিখ দিবাগত রাতে গোবিন্দকাটি গ্রামে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনা সাতক্ষীরার স্থানীয় ও আঞ্চলিক পত্রিকাসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার হয়। যা সমগ্র দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। আর এ জঘন্য হত্যাকান্ডে আমার ছেলের প্রথম স্ত্রীর পিতা গোািবন্দকাটি গ্রামের আনসার আলী ধাবকের নেতৃত্বে তার মেয়ে আয়েশা খাতুন (আলোর স্ত্রী), তার বড় ভাই আলমগীর হোসেন, ছোট ভাই ইকবাল হোসেন, একই এলাকার জিয়াউর রহমান, আজাদ সরদার ও রবিউল ইসলাম ওরফে রবি সরাসরি জড়িত। যাদের নাম এজাহারে স্পষ্ট উল্লেখ রয়েছে। এছাড়া পুলিশ যে চার্জশীট আদালতে দাখিল করেছেন তাতে উল্লেখিত আসামীরা যে, হত্যাযজ্ঞে সরাসরি জড়িত তা ১৬৪ ধারায় স্বীকারও করেছে। অথচ অত্যান্ত পরিতাপের বিষয় বিষয় গত ১০/১২/২০১৯ ইং তারিখে উক্ত আতœস্বীকৃত খুনীরা আদালত থেকে জামিন পেয়েছে। যা শুধু আমাকে নয়, সমগ্র বিবেকবান মানুষকে হতবাক করেছে। এভাবে যদি আসামীরা জামিন পেয়ে যায় তাহলে তো আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বলে কিছুই থাকবেনা। এছাড়া কার বা কাদের ইশারায় এজহারে বর্ণিত আসামীদের নাম চার্জশীটে বাদ দেয়া হয়েছে তা আমাদের বোধগম্য নয়। সংবাদ সম্মেলন থেকে তিনি (খাদিজা) এ সময় তার ছেলে হত্যার সুষ্ঠ ও ন্যায় বিচার দাবীসহ আতœস্বীকৃত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, খাদিজা বেগমের ছেলে আফতাবুজ্জামান, আবু বকর সিদ্দিক, ওলিয়ার রহমান, গোলাম কিবরিয়া, আসাদুজ্জামান, নিহত আলোর বর্তমান স্ত্রী (দ্বিতীয় স্ত্রী) রহিমা খাতুন।