সাতক্ষীরা

এসএসসি পরীক্ষার্থী উর্মিকে বাঁচাতে এগিয়ে আসুন

By daily satkhira

January 08, 2020

এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার উর্মি(১৬)কে বাঁচাতে এগিয়ে আসুন। সুস্থ্য স্বাভাবিক ভাবে সে বাঁচতে চায়। উর্মি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলায় মহিলা ওয়ার্ডের ১০নং বেডে চিকিৎসাধীন আছে। চিকিৎসকরা জানিয়েছে ব্রেন স্ট্রোকের পর তা ব্রেনে ইনফেকশন হয়েছে তার মুখ সামান্য বেকে গেছে। সে এখন দুই চোখে কিছুই দেখতে পায়না, তার এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত। প্রতিদিন চিকিৎসা খরচ ৩ থেকে ৪ হাজার টাকা লাগছে। উর্মি সাতক্ষীরা শঞরের পলাশপোল বই বাজার এলাকার আব্দুর রহিম এর কন্যা। তার পিতা সামান্য রাজ মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে। দরিদ্র পিতার পক্ষে প্রতিদিন এতে টাকা খরচ করে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার উন্নত চিকিৎসা করতে গেলে ঢাকায় পাঠাতে হবে এবং কয়েক লক্ষ টাকা খরচ হবে। কিন্তু উর্মির দারিদ্র পিতার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। পলাশপোল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উর্মির পিতা সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা ও সাহায্য চেয়েছে তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে উর্মির জন্য। সাহায্য পাঠানোর ঠিকানা ০১৬৩১ ৯৮৮৮৯১ -বিকাশ এবং রকেট নং। এছাড়া সাতক্ষীরা ইসলামী ব্যাংক একাউন্ট নং- ১০০৭১। প্রেস বিজ্ঞপ্তি