সাতক্ষীরা

মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় সদর থানার এসআই রমজান আলি সাময়িক বরখাস্ত

By Daily Satkhira

April 10, 2017

আসাদুজামান : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ নামের এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মারপিট করার ঘটনায় সদর থানার আলোচিত এস.আই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার গভীর রাতে সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন তাকে এ সাময়িক বরখাস্ত করেন। জানা গেছে, সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের ১৫ শতক জমির উপর ঘর নির্মান করে বসবাস করতেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের পরিবার। সম্প্রতি একই এলাকার মুন্না নামের এক ব্যক্তি উক্ত জমি জবর দখল নিতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। শনিবার রাত ১২ টার দিকে সদর থানার এসআই রমজান আলীর নেতৃত্বে ১০/১২ জন পুলিশসহ প্রতিপক্ষ মুন্না ও মিলন হোসেন উক্ত বাড়িতে যেয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদসহ তার পরিবারের লোকজনকে মারপিট করে আহত করেন। এ সময় ওই মুক্তিযোদ্ধার ছেলে তরিকুল ইসলামকে আটক করেন। এর পরদিন রোববার সকালে আবার তাকে ছেড়ে দেন পুলিশ। এস আই রমজান এ সময় মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের লোকজনদের বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন এবং বলে বেশী বাড়াবাড়ি করলে তাদের জামায়াতের মামলায় ঢুকিয়ে দেবার আস্ফালন করেন। এক পর্যায়ে ওই এস আই বলেন, যত তাড়াতাড়ি পারিস তোরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যা। এ ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশের পর পরই রোববার গভীর রাতে সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন ওই মুক্তিযোদ্ধাকে মারপিট ও আহত করার ঘটনায় এস আই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করেন। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।