সাতক্ষীরা

১৫ জানুয়ারি থেকে ঝাউডাঙায় শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি উৎসব

By daily satkhira

January 09, 2020

নিজস্ব প্রতিনিধি : আগামি ১৫ জানুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা শ্রীশ্রী শ্মশান কালী পুজা ও পৌষ সংক্রান্তি উৎসব। এ উপরক্ষ্যে ঝাউডাঙা মহা শ্মশান মন্দির প্রাঙ্গনকে নতুন করে সাজানো হচ্ছে। পৌষ সংক্রান্তি উৎসব উদযাপন কমিটির আহবায়ক অমরেন্দ্র নাথ ঘোষ জানান, মাতৃপুজার মধ্য দিয়ে আগামি বুধবার থেকে ছয়দিন ব্যাপি মহা ধুমধামের সঙ্গে শুরু হবে পৌষ সংক্রান্তি উৎসব। এ উপলক্ষ্যে ১৫ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় ঝাউডাঙা বাজারে বর্ণাঢ্য শোবাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায়র পর শুরু হবে শ্মশান কালী পুজা ও প্রসাদ বিতরন। সন্ধ্যায় ভাগবত আলোচনা ও অতিথি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর দু’ টোয় পদাবলী কীর্তণ ও আনন্দ বাজার। রাত আটটায় অনুষ্ঠিত হবে সামজিক যাত্রাপালা। শুক্রবার দুপুর দু’ টোয় পদাবলী কীর্তণ ও আনন্দ বাজার। রাত আটটায় অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা। শনিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় আলোচনা সভা ও রাত আটটায় মঞ্চস্ত হবে ভক্তের ডাকে কাঁদে ভগবান। রোববার বিকেল তিনটায় শিশু ও মহিলাদের অংশগ্রহণে খেলাধুলা। রাত আটটায় পরিবেশিত হবে ব্যাণ্ড সঙ্গীত। সোমবার বিকেলে খেলাধুলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। রাত ৮টায় জমজমাট ডিজিটাল ব্যাণ্ড সঙ্গীত পরিবেশিত হবে।