সাতক্ষীরা

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি, সভা ও কেক কাটা

By daily satkhira

January 09, 2020

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ ঘোষিত মহান স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছরে সকল অঙ্গ সহযোগী সংগঠনের ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করে যেতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের লক্ষ অভিন্ন হওয়ায় সকলস্তরে সমন্বয় করে ভিশন ২০৪১ বাস্তবায়ন ও অর্জনের জন্য আগামী নির্বাচনের প্রস্ততি গ্রহণের আহবান জানালেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর প্রতিষ্ঠার ১৬তম বর্ষ উদযাপিত হলো। ঘরে ঘরে মুজিব সৈনিক গড়ে তোলার লক্ষ নিয়ে সংগ্রাম গৌরব ঐতিহ্য ও সাফল্যের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আল মাহমুদ পলাশ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রবীর মুখার্জীর সঞ্চালনায় গত ৯ই জানুয়ারী-২০২০ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আবু আহমেদ, সাবেক পিপি এ্যাডভোকেট ওসমান গণি, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এ্যাডভোকেট আজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা আওয়ামীলীগের জেলা যুগ্নসাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সভাপতি অধ্যাপক তপন শীল ও এ্যাডভোকেট শামল ঘোষাল, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও আসাদুজ্জামান লাবলু, সাংগঠনিক সম্পাদক আবু ইয়াছিন গাজি, মাষ্টার আমিনুর রহমান, ভূমি সম্পাদক মিজানুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক আবুল খায়ের কচি, শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফুর, তালা উপজেলা সভাপতি সরদার হামিদুজ্জামান সুজন, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক আহসান হাবিব ও এম এ মামুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্যাথল, মোছাক সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ হাফিজ, স্বাস্থ্য ও পরিবার কল্যান সম্পাদক ডাঃ খলিলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক শেখ জামাল হোসেন বকুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজারুল ইসলাম সাদি,সহ-মহিলা সম্পাদক রেবেকা সুলতানা, নির্বাহী সদস্য ডাঃ শহিদুল চৌধুরী ও লুৎফর রহমান টুকু। শ্যামনগর উপজেলা সভাপতি গোলাম মোন্তফা, সদর উপজেলা আহবায়ক মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, দেবহাটা উপজেলা সভাপতি মহিউদ্দীন লাল্টু ও যুগ্নসাধারণ সম্পাদক অনিতা মন্ডল, পৌর সহ সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সামাদ। ভোমরা স্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মনু, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার এড. সুনীল ঘোষ, আইনজীবী সহকারি প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মনোরঞ্জন বন্ধোপধ্যায়, হোমিও চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ এ আর হাবিব, কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখার আবুল খায়ের, ক্লিনিক ও ডায়াগনিষ্টিক প্রাতিষ্ঠানিক শাখার মাঞ্জারুল ইসলাম রানা,পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখার ডাঃ মাসুম বিল্লাহ, জুবায়েদ আবেদিন জুয়েল, আনারুল ইসলাম, ইদ্রিস আলী প্রমুখ । আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তোলোয়াত করেন তালা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ পলাশ খান ও পবিত্র গীতা পাঠ করেন জেলা সহ-সভাপতি মাস্টার নির্মল দাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুস্পমাল্য অর্পন করা হয়। বঙ্গবন্ধুর জীবনীর উপর স্বরোচিত কবিতা আবৃতি করেন পৌর সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে স্বরোচিত গান পরিবেশন করেন শ্যামনগর উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ। শেষে প্রেসক্লাব চত্বর থেকে দলীয় নেতা কর্মিরা প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে মিছিল বের করে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন শাখার নেতা কর্মিরা স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।