সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধ

By daily satkhira

January 11, 2020

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শিশু হাসপাতালে প্রাধান অতিথি হিসাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শেখ অাবু শাহিন। শিশু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশানারা জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল অালম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবতী, জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন, হেল্থ সুপারভাইজার জগদীশ কুমার হাওলাদার, জেলা রোভারের সম্পাদক এস এম আসাদুজ্জামান, শিশু হাসপাতালের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক জামান খান, জমি দাতা সদস্য একরামুল কবির খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা। ক্যাম্পেইনে জেলায় মোট প্রায় ২ লক্ষ ৪৪ হাজার শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাশীল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৮৪২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ১৮ হাজার ৪৮৫ জন।