নিজস্ব প্রতিনিধি : ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় জনগনের মাঝে গবাদি পশু ও গরম কাপড় বিতরন করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন থেকে পাওয়া অর্থের বিনিময়ে শতাধিক গরু ও কম্বল তুলে দেওয়া হয় শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষের হাতে। শনিবার গবাদি পশু বিতরন উপলক্ষে মুন্সিগঞ্জের টাইগার পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া লিমিটেডের উপমহাব্যবস্থাপনা পরিচালক মোঃ বোরহান উদ্দিন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ব্যাংক কর্মকর্তা তাহমিদুর রশীদ ও আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুসহ অন্যরা। ‘বুলবুলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য সহায়তামূলক কার্যক্রম মানবতার বন্ধন’ শীর্ষক আলোচনা সভায় তারা বলেন গবাদি পশু বিতরনের কার্যক্রম উপকূলীয় এলাকার আরও কয়েকটি জেলায় পরিচালিত হবে। ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে গবাদি পশু দেওয়াতে ক্ষতিগ্রস্থরা পারিবারিক জীবিকা অর্জনের অবলম্বন খুঁজে পাবে বলে মন্তব্য করেন তারা
১১.০১.২০