কালিগঞ্জ

কালিগঞ্জে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় র‌্যালি আলোচনা সভা

By daily satkhira

January 11, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : “সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে র‌্যালি, আলোচনা সভা, স্থির চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ বিষয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ে উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিশিষ্ঠ ব্যক্তিবর্গ এ র‌্যালিতে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার বাচ্চু‘র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার আলী মুন্সী, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারী কমান্ডার মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, চাচাই সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ। এসময় বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী বাংলাদেশসহ বিশ্বের ১৯৫ টি দেশ উদযাপন করবে। এবছর জাতির জনকের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ২ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচারিত হচ্ছে। জাতির জনকের জন্ম না হলে আমরা মাতৃভূমি বাংলাদেশ পেতাম না। সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুজিব আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ঘটাতে হবে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বিকেল তিনটায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় বড় পর্দার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার ও রাত সাড়ে ৮টায় মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।