কালিগঞ্জ

কালিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

By daily satkhira

January 11, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার সকাল ৯টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আমিনূল ইসলাম, ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ শাহিনূর ইসলাম, ডাঃ সানজান উলফাদ চাঁদনী, ডাঃ মৃত্যুঞ্জয় সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, হাফিজুর রহমান প্রমুখ। হাসপাতাল সূত্রে জানাযায়, ২৯০ টি কেন্দ্রে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬৩১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৯০৮ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।