সাতক্ষীরা

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ কর্মীকে মারপিট

By daily satkhira

January 11, 2020

নিজস্ব প্রতিনিধি : তুচ্ছ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে বহিস্কৃত ছাত্রলীগ নেতা সাদিকের সহযোগিদের বিরুদ্ধে। শনিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শহরের রাজারবাগান এলাকার আফ্রিদি ইসলাম আশা ও মুনজিতপুর এলাকার আল আমিন। জানা গেছে, ছাত্রলীগ কর্মী আশার সাথে আহম্মেদ জনির মানোমালিন্য হয়। বিষয়টি প্রাথমিকভাবে মিমংসা হয়। কিন্তু শনিবার বেলা ১২টার দিকে সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বহিস্কৃত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের সহযোগী আবুল কালামের নেতৃত্বে জনি, মীর আব্দুল্লাহ, রোকনুজ্জামান আকাশ, ফাহাদ আনান, নাহিদ হাসান সানি, কাজী আকরাম ওহি, ফয়সাল আহমেদ আলভি, তন্ময় কবির, আনিছুর রহমান, মুনসহ ১০/১৫ বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে উইকেট ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। তাদের অতর্কিত হামলায় আশা ও আল আমিন গুরুতর আহত হয়। তবে আশার অবস্থা আশংকা জনক বলে জানাগেছে। এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন ভুক্তভোগির পরিবার। এ বিষয়ে আবুল কালামের সাথে যোাযোগ করা হলে সে বলে এ ঘটনা শুনে আমি ক্যাম্পাসে যেয়ে আশাকে হাসপাতালের উদ্যেশে গাড়িতে তুলে দেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কলেজের অধ্যক্ষ আবজাল হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, আমি রোভার স্কাউট এর মিটিং এ ছিলাম।