খুলনা

পাইকগাছায় সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

By Daily Satkhira

January 12, 2020

পাইকগাছা ব্যুরো: পাইকগাছা পৌরসভায় শরীক সম্পত্তি দখল করে প্রাচীর নির্মাণ পূর্বক যাতায়াতের পথ বন্ধ করায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। থানায় অভিযোগের পর পুলিশ কাজ বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। অভিযোগে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় মৃন্ময় মন্ডল পৌরসভার ৫নং ওয়ার্ডে সরল মৌজায় মনোহর দেবনাথ ও মনোরঞ্জন দেবনাথের সম্পত্তিতে জোরপূর্বক প্রাচীর নির্মাণ করছিল। এ কাজে বাঁধা দেয়ায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বাঁধা দেয়ার পরেও কাজ বন্ধ না করায় পুলিশে জানানোর পর সাময়িক কাজ বন্ধ করে দেয়। পুলিশ চলে যাওয়ার পর আবারো কাজ অব্যাহত রাখে বলে মনোহর চন্দ্র দেবনাথ জানান। পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কাছে ইতোপূর্বে বিষয়টি নিয়ে অভিযোগ হয়। যা সার্ভেয়ার দ্বারা জরিপ করে উভয়পক্ষের আইল সীমানা ঠিক করা হয় বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানান। তিনি আরো বলেন, এ পরও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা দুঃখজনক। প্রতিপক্ষ মৃন্ময় মন্ডল জানান, আমার জমিতে প্রাচীর নির্মাণ করছি। এখানে যাতায়াতের পথ বন্ধ করার প্রশ্নেই ওঠ না।