জাতীয়

শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন

By Daily Satkhira

January 12, 2020

দেশের খবর: দেশের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই, তারপরও তীব্র শীতে কাঁপছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। সঙ্গে আছে হাড়ে কাঁপন ধরানো ‘সাইবেরিয়ান বাতাস।’ দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে তীব্র শীত বিপর্যস্ত করে তুলছে জনজীবন। এই অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৮ ডিগ্রির চেয়ে বেশি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস ঢাকাবাসীকে দিয়েছে হাড় কাঁপানো শীতের অনুভূতি।

শনিবার রাতে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘আগামীকালও (রোববার) ভালোই কুয়াশা থাকবে। সেক্ষেত্রে রাতের তাপমাত্রা সামান্য একটু কমতে পারে, দিনের তাপমাত্রাও বাড়বে না। তাই তীব্র শীত অনুভূত হবে।’

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ দিনের তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় ৫ ডিগ্রি কমে গেছে জানিয়ে তিনি বলেন, ‘তাই তীব্র শীত অনুভূত হয়েছে ঢাকায়।’

রুহুল কুদ্দুস বলেন, ‘দিনের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি কমে গেছে। এজন্য রাত ও দিনে একই শীত অনুভূত হচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ ডিগ্রিও থাকত আর সর্বোচ্চ ২৫ ডিগ্রি থাকত, তাহলে শীত সেভাবে বোঝা যেত না।’

তিনি আরও বলেন, ‘এই অবস্থার জন্য দায়ী ঠান্ডা বাতাস। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া এই বাতাসকে বলে ‘সাইবেরিয়ান উইন্ড’। হিমালয়ের কারণে সরাসরি বাতাসটা আসতে পারে না। শীতের সময় এই বাতাসটা একেবারে ইউরোপ থেকে কাশ্মীর, দিল্লী, উত্তর প্রদেশ হয়ে বাংলাদেশে ঢোকে। সেই বাতাসটাই এখন বইছে।’

শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।