নিজস্ব প্রতিবেদক: দুই বছর ধরে প্রেমের সম্পর্কের পরও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় প্রেমিকা মরিয়ম খাতুন প্রেমিক সুব্রত মন্ডলের বাড়িতে উঠবে বলে ঘোষণা দিয়েছিল। আর এই কারণেই প্রেমিকা কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রেমিক সুব্রত মন্ডল। রোববার সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দিয়ে জানান সুব্রত মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীদেরও গ্রেফতার করা হবে। তিনি জানান শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের কাচড়াহাটি গ্রামের সুব্রত মন্ডলের (২৩)সাথে প্রেমজ সম্পর্ক ছিল বল্লভপুর গ্রামের কলেজ ছাত্রী মরিয়ম খাতুনের (২১)। নিয়মিত দেখা সাক্ষাত হওয়া ছাড়াও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। মরিয়ম খাতুন দুই মাস আগে থেকে প্রেমিক সুব্রতকে বিয়ে করার জন্য চাপ দেয়। কিন্তু সুব্রত রাজী না হওয়ায় তাদের মধ্যে বচসা হয়। এক পর্যায়ে প্রেমিকা মরিয়ম ঘোষনা দেয় সে তার বাড়িতে উঠবে । এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সুব্রত। পরে সে তাকে হত্যার পরিকল্পনা করে। আটক সুব্রত এ বিষয়ে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মরিয়মকে সুব্রত মন্ডল মোবাইল ফোনে কৌশলে ডেকে নেয়। পরে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। শুক্রবার মরিয়মের লাশ পাওয়া যায় তাদের বাড়ির কাছে একটি বিলে ধানক্ষেতের মধ্যে। তিনি জানান এ ঘটনায় মরিয়মের ভাই মোহাম্মদ আলি একটি মামলা করেছেন। সুব্রতকে আজ রোববার তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে তার সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (এএসপি কালিগঞ্জ সার্কেল) মো. জামিরুল ইসলাম ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।