শ্যামনগর

নুরনগরে মনষা মন্দিরের জমি দখলের অভিযোগ

By daily satkhira

January 12, 2020

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর বাজারে অবস্থিত মনষা মন্দিরের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বি ও মুসলিম সম্প্রদায়ের অনেকের সাথে কথা বলে জানা যায় শত বছরের অধিক কাল ধরে মন্দির প্রতিষ্ঠা করে মা মনষা দেবির পূজা করে আসছে তারা। অত্র উপজেলার অন্তর্গত হাজীপুর সাকিনের দেবত্তর .০৩ একর সম্পত্তি উত্তর হাজীপুর গ্রামের মৃত আপ্তাব উদ্দীন মোড়লের তিন পুত্র গোলাম রব্বানী,গোলাম হোসেন,আলমগীর হোসেন এবং একই গ্রামের মৃত হামিজুদ্দীন মোড়লের পুত্র গোলাম মোস্তফা উক্ত জমির উপর রাতা রাতি পাকা ঘর নির্মান করে দখল করে রেখেছে। অভিযোগ সূত্রে জানা যায় বিগত বি এন পি জোট সরকারের শেষের দিকে অর্থাৎ ইং ২০০৬ সালে অত্র মন্দিরের জায়গা সম্পূর্ণ গায়ের জোরে ও বে আইনী ভাবে উক্ত ব্যক্তিগন দখল করিয়া নেয়। সে সময় থেকে শান্তিপূর্ন ভাবে পূজা পার্বন অনুষ্ঠান চরম বিঘœ ঘটলেও দখল কারীরা ক্ষমতাসীন হওয়ায় প্রতিবাদ করা সম্ভব হয়নি। বর্তমান জরীপে তপশীল বর্ণিত .০৩ একর জমি শ্রী শ্রী মনষা মন্দিরের নামে রেকর্ড হয়েছে কিন্তু জমি দখলে রেখে তারা বিভিন্ন নাটকীয় পন্থা অবলম্বন করছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে ধর্ম প্রাণ সমাজ সেবক শ্রী অরুন মুখার্জী বিভিন্ন দপ্তরে হাটা হাটি করার পর সাতক্ষীরা ০৪শ্যামনগর ও কালিগঞ্জ( আংশিক) ্এর মাননীয় সংসদ সদস্য বরাবর জবর দখলের প্রতিকার চেয়ে দরখাস্ত করলে তিনি বিষয়টি তদন্তের জন্য উপজেলা ভুমি কর্মকর্তা কে দায়িক্ত দেন, তিনি দখল কৃত জমি ও মন্দিরের ভগ্নাবশেষ পরিদর্শন করেন। অন্যদিকে অভিযোগ কারী অরুন মুখার্জী এই প্রতিবেদককে জানান এখনও পর্যন্ত বিষয়টি প্রতিকারের কোন প্রকার বিহিত ব্যবস্থা না হওযায় এলাকার হিন্দু জনগোষ্ঠী ক্ষোভ প্রকাশ করেছেন। এলক্ষ্যে এলাকাবাসি উপর লিখিত দেবত্তর সম্পত্তি উদ্ধারে প্রশাসনের উদ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে।