সাতক্ষীরা

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের সভা

By daily satkhira

January 14, 2020

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের ১৯৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের সভায় বিভিন্ন সিদ্ধার্ন্ত গৃহীত হয়। সিদ্ধার্ন্তের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর বই পড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শিশুদের সাথে গল্প বলা। মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এছাড়াও পর্যায়ক্রমে আরো কর্মসূচি ঘোষণা করবে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি বলে কার্যকরী পরিষদের সভায় জানানো হয়। এসময় জেলা প্রশাসকসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ১২ জন সদস্যকে আজীবন সদস্য পদ অনুমোদন দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।