সাতক্ষীরা

প্রজন্ম সংসদে উপকূলের শিশুদের কথা বলবেন সাতক্ষীরা-৪ আসনের প্রতিনিধি শাহিন 

By daily satkhira

January 15, 2020

ডেস্ক রিপোর্ট: ইউনিসেফ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন গঠিত বাংলাদেশ প্রজন্ম সংসদের আসন্ন অধিবেশনে উপকূলের শিশুদের সমস্যা-সম্ভাবনার কথা বলবেন সাতক্ষীরা-৪ আসনের প্রতিনিধি এসএম শাহিন আলম। আগামী ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। এস এম শাহিন আলম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের এস এম শহিদুল্লাহ ও জাহানারা খানম দম্পতির ছেলে। ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পাশ করে শাহিন এখন সাতক্ষীরা সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত এবং মাল্টি মিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এর রিপোর্টার হিসেবে কাজ করছে। এর আগে সে ইউনিসেফের তত্ত্ববধানে পরিচালিত হ্যালো বিডিনিউজে শিশু সাংবাদিক হিসেবে কাজ করেছে। বাংলাদেশ প্রজন্ম সংসদের জাতীয় অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে এস এম শাহীন আলম বলেন, সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের শিশুদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদ অধিবেশনে আলোচনা করতে চাই। এ অঞ্চলের শিশুদের পর্যাপ্ত মেধা ও সম্ভাবনা থাকা সত্তে¡ও বিভিন্ন সমস্যার কারণে তারা ঝরে পড়ে। তাদের এই ঝরে পড়া রোধ এবং শিশুশ্রম থেকে ফিরিয়ে সুন্দর-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে করণীয় নির্ধারণে উপকূলের বাস্তবতা তুলে ধরবো। প্রসঙ্গত, বাংলাদেশের জনসংখ্যার ৪০ শতাংশ অর্থাৎ দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই হলো শিশু। যাদের বয়স ১৮’র কম। এদের ভোট দেওয়ার অধিকার না থাকলেও আছে মতামত দেওয়ার অধিকার। আবার আমাদের দেশে সব থেকে বেশি সমস্যার সম্মুখিন হয়ে থাকে এই শিশুরাই। বিভিন্ন সময় শারীরীক ও মানসিক নির্যাতন, হত্যা ও ধর্ষণের শিকার হয় তারা। এছাড়াও শিশুরা এমন কিছু সমস্যার সম্মুখিন হয় যা ইচ্ছা থাকলেও তারা জনপ্রতিনিধিদের কাছে বলতে পারে না। তবে শিশুদের সমস্যার কথা তুলে ধরার মত অনেক সংগঠন রয়েছে। যারা শিশুদের অধিকার নিয়ে কাজ করে। ইউনিসেফ তার মধ্যে অন্যতম। তারা চায় বিশ্বের প্রতিটি শিশু সুখে-শান্তিতে বসবাস করুক। তারই ধারাবাহিকতায় শিশুরা যেনো নির্যাতিত না হয়, ধর্ষণ ও হত্যার শিকার না হয়, এসমস্ত অপরাধ প্রতিরোধের জন্য কিভাবে আইন প্রণয়ন করলে এবং শিশুদের সাথে সরাসরি নীতিনির্ধারকরা বসে শিশুদের মতামতগুলো শুনতে ও কাজে লাগাতে পারে সেলক্ষ্যে ইউনিসেফ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন মিলে গঠন করেছে বাংলাদেশ প্রজন্ম সংসদ। শিশুদের সমস্যা সমাধানে কাজ করবে এই সংগঠনটি। বছরে একবার বাংলাদেশের নীতিনির্ধারক ও দেশের ৩শ সংসদীয় আসন থেকে ৩শ সংসদ সদস্য নিয়ে এর অধিবেশন বসবে। যা শিশু ও নীতীনির্ধারকদের মধ্য যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে।