কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে শিক্ষা উপকরণ ক্রয় ও পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে কালিগঞ্জ কারিতাস অফিসে ক্রেডিট ইউনিয়ন সদস্যদের ছেলে মেয়েদের মাঝে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। দলিত ফেডারেশনের সভাপতি প্রশান্ত দাসের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৃষ্টিপাত প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছ, সিডিও পঙ্কজ কুমার গাইন, সিডিএ ভোলনাথ দাস, দেবেন্দ্রনাথ সরকার, ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক মানিক দাস প্রমুখ। আইসিডিপি ঋষি প্রকল্পের আওয়াতায় ১৫টি ক্রেডিট ইউনিয়নের ৬০ জন শিক্ষার্থীকে ১২০০,শ টাকা করে মোট ৭২ হাজার টাকা দেওয়া হয়। ৬ষ্ট থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, কারিতাস ঋষি দলিত অতিদরিদ্র সমাজে পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, আইন, কারিগরি প্রশিক্ষণসহ আর্থিক ভাবে স্বাবলম্বী করতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নিয়ে কাজ করছে।