কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের চন্ডিতলায় শ্রীশ্রী মা চন্ডির বাস্তপুজা উপলক্ষে পৌষ মেলা ও মর্ধীয় যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক উৎসাহ উদ্দেপনার মধ্যে দিয়ে পুজা আচর্ণার অনুষ্ঠানিকতা শুরু হয়। মল্লিক স্মৃতি সংসদের আয়োজনে এসময় ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়। স্মৃতি সংসদের সভাপতি হরেন্দ্রনাথ মল্লিক এ প্রতিনিধিকে জানান, শতাধিক বছর ধরে ঐতিহ্যবাহী বাস্তপুজার মেলার সকল ধর্মের মানুষের মিলান মেলায় পরিনত হয়। পুজা উপলক্ষে পহেলা মাঘ সনাতন ধর্মলম্বীদের ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। উল্লেখ্য এই দিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাস্তপুজা উপলক্ষে মেলায় নারী পুরুষের ব্যাপক সমাগম হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা অনুষ্ঠিত হয়। কতৃপক্ষ চন্ডিতলার বাস্তপুজার মন্দিরটি নিমার্ণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।