আশাশুনি

আশাশুনির বৃদ্ধা চন্দনা’র পাশে ওসি আব্দুস সালাম

By daily satkhira

January 16, 2020

মোস্তাফিজুর রহমান, আশাশুনি: বহুল জনপ্রিয় অন লাইন নিউজ পোর্টাল ”ডেইলী সাতক্ষীরা”সহ সাতক্ষীরা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধা চন্দনা সরকার(৮৮) এর পাশে দাড়ালেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম। বৃহস্পতিবার বেলা ১১টায় ওসি আবদুস সালাম আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের শবদলপুর গ্রামের মৃত পতিত পবন সরকারের ছেলে জয়দেব সরকারের বাড়িতে যান। বিধবা বৃদ্ধা চন্দনা সরকার তার ছেলে জয়দেব সরকারের বাড়িতে থাকেন। তিনি (ওসি) সেখানে যেয়ে অসহায় বিধবা বৃদ্ধার নগত আর্থিক অনুদানসহ শীতের পোশাক সামগ্রী প্রদান করেন। এসময় ওসি আবদুস সালাম বলেন, আমরা হারানোর পরেই মায়ের মুল্য বুঝি। কিন্তু তখন আমাদের আর করনিয় কিছু থাকে না। তিনি বৃদ্ধা মায়ের সন্তানদেরকে তাদের মায়ের প্রতি খেয়াল রাখার আহবান জানান। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, সাংবাদিক জাতির বিবেক। আজ সাংবাদিকদের লেখনির কারনেই আমিসহ অনেকেই হয়তো বৃদ্ধা অসহায় মায়ের পাশে দাড়ানো সুযোগ পাবে। উল্লেখ্য: বুধবার ডেইলী সাতক্ষীরা ও বৃহস্পতিবার দৈনিক কালের চিত্র, দক্ষিনের মশাল, কাফেলাসহ বিভিন্ন পত্র-পত্রিকা ইলেট্রনিক মিডিয়ায় উপজেলার সদর ইউনিয়নের শবদলপুর গ্রামের মৃত পতিত পবন সরকারের অসহায় বৃদ্ধা স্ত্রীকে নিয়ে ”আর কত বয়স হলে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা কপালে জুটবে” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরই জের ধরে আশাশুনি থানা অফিসার ইনচার্জ সেখানে যেয়ে অসহায় বিধবা বৃদ্ধার পাশে দাড়ান। এসময় তার সাথে ছিলেন জেলা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক, এস এ টিভির জেলা প্রতিনিধি শাহীন গোলদার, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দীন, জেলা ব্লাড ব্যাংকের সদস্য শেখ মিন্টু সরদার। এর আগে এস এ টিভি ও অন লাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি পক্ষ থেকে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরন করেন সাতক্ষীরা জেলা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক, এস এ টিভির জেলা প্রতিনিধি শাহীন গোলদার।